ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আওয়ামী লীগ

যোগ্য নেতৃত্বের ফলে শেখ হাসিনাকে মর্যাদা দিয়েছে বিশ্ব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, এপ্রিল ২১, ২০১৮
যোগ্য নেতৃত্বের ফলে শেখ হাসিনাকে মর্যাদা দিয়েছে বিশ্ব শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কমনওয়েলথ সম্মেলনে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম বিশ্বের ১০০ প্রভাবশালী নেতার সারিতে বঙ্গবন্ধু কন্যাকে সম্মানিত করেছে। এ মর্যাদা ধরে রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। 

শনিবার (২১ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

নাসিম বলেন, অত্যন্ত ধৈর্য্য ও সাহসিকতার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলা করে বিশ্বনন্দিত নেত্রীর মর্যাদায় পেয়েছেন শেখ হাসিনা।

তিনি মাদার অব হিউম্যানিটি মর্যাদায় ভূষিত হয়েছেন। রোহিঙ্গা সমস্যা মোকাবেলার জন্য কমলওয়েলথ সম্মেলনেও তাকে বিশ্ব নেতারা মর্যাদা দিয়েছেন। এ সম্মান বাংলাদেশের সম্মান।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পের পিডি ডা. কৃষ্ণ কুমার পাল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ