ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বাহরাইন

বাহরাইনে বুড়িচং-ব্রাহ্মণপাড়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, মে ২৯, ২০১৫
বাহরাইনে বুড়িচং-ব্রাহ্মণপাড়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাহরাইন: বাহরাইনে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রবাসী সমাজকল্যাণ পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে রাজধানী মানামার ওরিয়েন্টাল প্যালেস হোটেলে এ উপলক্ষ্যে আলোচনা সভার আযোজন করা হয়।



সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান, পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর।

সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. সাঈদ, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাহরাইন বিএনপি সভাপতি শেখ মো. আব্দুল হান্নান, আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিএনপির পৃষ্ঠপোষক গোলাম রব্বানী, আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দীন নূর, বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, বাংলাদেশ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আইনুল হক, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ করিম, বাংলাদেশ প্রবাসী ফোরাম সভাপতি আনিসুজ্জমান মজুমদার রাসেল, শ্রমিকদল সাধারণ সম্পাদক সোহেল সিরাজী, দেশনেত্রী পরিষদ সভাপতি মো. দেলোয়ার হোসেন ভূইয়া, নাঈমুল ইসলাম, মো. সেলিম, মোস্তফা খান, আলমগীর হোসেন, আজারুল হক মোল্লা, জসিম উদ্দীন ভূঁইয়া, শামসুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময: ২১১২ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ