ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বইমেলা

মেলায় বিধান চন্দ্র পালের ৪র্থ কবিতাগ্রন্থ ‘স্বদেশ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, ফেব্রুয়ারি ১৩, ২০২০
মেলায় বিধান চন্দ্র পালের ৪র্থ কবিতাগ্রন্থ ‘স্বদেশ’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় এসছে কবি-আবৃত্তিশিল্পী বিধান চন্দ্র পালের নতুন কবিতাগ্রন্থ ‘স্বদেশ’। গ্রন্থের কবিতাগুলোর মধ্যে কবি স্বদেশ, স্বদেশ-চেতনাবোধ ও স্বদেশভাবনাকে নানান দৃষ্টিকোণ উপস্থাপন করেছেন।

স্কুলজীবন থেকেই তিনি কবিতা লেখেন। এখন পর্যন্ত তার চারটি কবিতাগ্রন্থ প্রকাশিত ও বিভিন্ন পরিসরে সমাদৃত হয়েছে।

একটি গ্রন্থ ইংরেজি ভাষায় রূপান্তরও করা হয়েছে।  

এছাড়া আগামী প্রকাশনী থেকে প্রকাশিত তার দু’টি কবিতাগ্রন্থ অবলম্বন করে ওপার বাংলার আবৃত্তিশিল্পীদের আবৃত্তিতে কলকাতায় দু’টি আবৃত্তি অ্যালবামও প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরিসূত্রে জড়িত। এছাড়া তিনি দেশে ও দেশের বাইরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে অবদান রেখে যাচ্ছেন।   

কবিতাগ্রন্থ ‘স্বদেশ’ প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।