ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির লজ্জা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, মার্চ ২১, ২০১৪
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির লজ্জা

ঢাকা: শহীদ আফ্রিদির ব্যাট যেন চার ছক্কার ফুলঝুড়ি ছুটাবে, ভক্তদের কাছে এমনই প্রত্যাশা থাকে। সম্প্রতি এশিয়া কাপে ভক্তদের প্রত্যাশা ষোলোকলায় পূর্ণ করেছিলেন ডানহাতি ব্যাটসম্যান।

ভারত ও বাংলাদেশের বিপক্ষে তার ব্যাট হিংস্র হয়ে উঠেছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই অচেনা আফ্রিদি।

চার ছক্কার এই বিশ্বমঞ্চে পাকিস্তানি ব্যাটসম্যানের একটি লজ্জাজনক রেকর্ড হয়ে আছে। সবচেয়ে বেশি ব্যাটিং ক্রিজ থেকে খালি হাতে ফেরার তালিকায় সবার উপরে আফ্রিদি। কোনো রান না তুলতেই উইকেট বিসর্জন দিয়েছেন পাঁচবার।

ইংল্যান্ডের লুক রাইট, শ্রীলঙ্কার সনাত জয়সুরিয়া ও তিলকরত্নে দিলশান তিনবার করে ডাক মেরেছেন।

আরেকটি মজার ব্যাপার হলো আফ্রিদি পাঁচবারই ডাক মেরেছেন প্রথম বলে। অবশ্য আইসিসির এই ইভেন্টে ইতোমধ্যে ৫৯ বার প্রথম বলেই আউট হওয়ার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ২১ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।