ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

রংপুরকে ঢাকার ১৩৬ রানের টার্গেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, ডিসেম্বর ৬, ২০১৫
রংপুরকে ঢাকার ১৩৬ রানের টার্গেট ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজেদের সপ্তম ম্যাচে সাত উইকেটে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা ডায়নামাইটস। পঞ্চম জয়ের লক্ষ্যে ব্যাটিং নামবে রংপুর রাইডার্স।

এর আগে দিনের প্রথম ম্যাচে মাত্র ৫৮ রানে গুটিয়ে যাওয়া বরিশাল বুলসের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় পায় সিলেট রয়্যালস।

রোববার (০৬ ডিসেম্বর) বংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২২তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে ঢাকা। খেলা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দলীয় ১৯ রানে ঢাকার প্রথম উইকেটের পতন ঘটে। চতুর্থ ওভারের শেষ বলে রান আউটের শিকার হন সাদমান ইসলাম (১৬)। ৩৫ রানের মাথায় ওপেনার শামসুর রহমানকে (৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। চার রান যোগ হতেই ড্যারেন স্যামির বলে থিসারা পেরেরার ক্যাচে পরিণত হন সৈকত আলী (১৮)।

তবে চতুর্থ উইকেট জুটিতে ৪৫ রান যোগ করে চাপ সামাল দেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও নাসির হোসেন। ১৪ ওভারের মাথায় দূর্ভাগ্যজনকভাবে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন সাঙ্গাকারা (২৯)।

undefined


দলীয় একশ পার হতেই সাজঘরে ফেরেন নাসির (৩০)। নিজের দ্বিতীয় ওভারে নাসিরকে ক্লিন বোল্ড করে উইকেটের খাতায় নাম লেখান স্পিনার আরাফাত সানি। শেষদিকে ১০ বলে ১৩ রান করা মোসাদ্দেক হোসেনও রান আউট হন। নির্ধারিত ওভার শেষে তিন উইকেট হাতে রেখে স্কোরবোর্ডে ‍১৩৫ রান তোলে ঢাকা।

রংপুরের হয়ে সর্বোচ্চ দু’টি উইকেট লাভ করেন আরাফাত সানি। সাকিব ও স্যামি একটি করে উইকেট নেন।  

পয়েন্ট টেবিলে সাত ম্যাচ শেষে চার জয় ও তিন পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রংপুর রাইডার্স। ছয় পয়েন্টে চার নম্বরে এক ম্যাচ কম খেলা ঢাকা ডায়নামাইটস। শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ সাত ম্যাচে ১০ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।