ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

বিপিএলের টিকিট ৩০ অক্টোবর থেকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, অক্টোবর ২৫, ২০১৭
বিপিএলের টিকিট ৩০ অক্টোবর থেকে ...

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের জন্য আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে টিকিট বিক্রি। গতবারের মতো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবারও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে।

বিপিএলের উদ্বোধনী ম্যাচ সহ আসরের প্রথম পর্বের খেলা সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফলে ৩০ অক্টোবর থেকে টিকিট পাওয়া যাবে শুধু ইউসিবির সিলেট শাখায়।

তারিখ ঘোষণা হলেও এখনো অবশ্য জানানো হয়নি টিকিটের মূল্য। তবে জানা যায় স্টেডিয়ামে চারটি ভিন্ন ক্যাটাগরির আসন-ব্যবস্থার জন্য চারটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হবে। এগুলো হল- গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউজ, গ্রীণ গ্যালারি ও সাধারণ গ্যালারি।

প্রথমবারের মতো বিপিএলে ভেন্যুর তালিকায় নাম লেখাচ্ছে সিলেট। এর আগে ২০১৪ টি-২০ বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজন করা হয়েছিল এখানে।

৪ নভেম্বর থেকে অনুষ্ঠেয় বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নতুন দল সিলেট সিক্সার্স।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।