ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

ক্রিকেট

বোলিংকে দুষলেন মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, জানুয়ারি ২৬, ২০১৯
বোলিংকে দুষলেন মুশফিক

চট্টগ্রাম: ঘরের মাঠে রংপুর রাইডার্সের কাছে হেরে বোলিংকে দুষলেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। বোলাররা ঠিকমতো দায়িত্ব পালন করলে ফলাফল ভিন্ন হতো বলে মনে করছেন তিনি।

শুক্রবার (২৫ জানুয়ারি) ঘরের মাঠে হেরে সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেন, বিপক্ষ দলে যদি ভালো মানের ব্যাটসম্যান থাকে তাহলে বোলারদের আরও নৈপুণ্য দেখাতে হয়। যেটা এ ম্যাচ হয়নি।

ভালো বল করলে হয়তো দুই-একটা মারতে পারতো। কিন্তু বোলিং ভালো হয়নি।

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা কয়েকম্যাচ ভালো ব্যাটিং করে নজরে এসেছে চিটাগং ভাইকিংসের ইয়াসির আলী। দল হারলেও এ ম্যাচে সর্বোচ্চ ৭৮ রান করেছেন তিনি।

মুশফিক বলেন, ‘ওর ইনিংস বড় করার পরিকল্পনা ভালো। ভালো শুরুর পরেও কয়েকটা ম্যাচে তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছে। ইনিংসগুলো বড় করার চেষ্টা করলে দল এবং নিজের জন্য আরও ভালো হবে।

টপে থেকে প্লে-অফ খেলার কথা জানিয়ে মুশফিক বলেন, ‘আমাদের টিমে অনেক গেম চেঞ্জার রয়েছে। তারা যে কোনো মুহূর্তে খেলার পটপরিবর্তন করতে পারে। ’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে রংপুর। ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করে চিটাগং ভাইকিংসের ইনিংস থেমে যায় ১৬৭ রানে।  

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এসইউ/টিসি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।