ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

ক্রিকেট

ভারতের অন্যতম বয়স্ক ক্রিকেটার ডি’সুজা আর নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, এপ্রিল ১১, ২০২০
ভারতের অন্যতম বয়স্ক ক্রিকেটার ডি’সুজা আর নেই ওয়াল্টার ডি’সুজা

ভারতের অন্যতম বয়স্ক প্রথম শ্রেণি ক্রিকেটার ওয়াল্টার ডি’সুজা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে মুম্বাইয়ে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় ৯৩ বছর বয়সে মারা যান তিনি। 

এই মিডল-অর্ডার ব্যাটসম্যান ক্যারিয়ারের পুরোটা সময় প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই কাটিয়েছেন। খেলেছেন গুজরাট এবং এসিসি’র হয়ে।

  

গুজরাটের হয়ে ১৯৫০-৫১ মৌসুমে হাল্কারের বিপক্ষে ইন্দোরে রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছেন ডি’সুজা। ম্যাচটিতে ১৮৯ রানে হেরে দল শিরোপা বঞ্চিত হলেও তিনি দুই ইনিংসে ৫০ ও ৭৭ রানের অসাধারণ খেলেছিলেন।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।