ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে বাস চাপায় প্রাণ গেল পথচারীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জুন ৮, ২০২৫
সীতাকুণ্ডে বাস চাপায় প্রাণ গেল পথচারীর ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকায় বাস চাপায় দিদারুল আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  

রোববার (৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেইনে এ দুর্ঘটনা ঘটে।

দিদারুল আলম মীরসরাই উপজেলার হিঙ্গুলী গ্রামের বাসিন্দা কোব্বত আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকায় সড়ক পারাপারের সময় শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন বলেন, স্থানীয় লোকজন বাসটি জব্দ করে। পরে পুলিশ গিয়ে বাসের চালক ও সহকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।