ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

তেলবাহী ট্রেনের ৪টি ওয়াগন লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, জুন ২৭, ২০২৫
তেলবাহী ট্রেনের ৪টি ওয়াগন লাইনচ্যুত ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের সল্টগোলা এমবিপি গেট এলাকায় তেলবাহী ট্রেনের ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এরপর শুরু হয় উদ্ধারকাজ। শুক্রবার (২৭ জুন) সকালেও চলে কাজ।
ওয়াগনগুলোর ট্যাংক খালি ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে নিউমুরিং এলাকায় যাওয়ার পথে এমবিপি গেট এলাকায় ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৩টি ওয়াগন উদ্ধার করা হয়েছে। নিউমুরিং এলাকা থেকে তেলবাহী ট্যাংকগুলো হাটহাজারী, দোহাজারী, সিলেট ও রংপুরে পাঠানো হয়।

নিউমুরিং স্টেশন মাস্টার মোহাম্মদ আলাউদ্দিন জানান, সিজিপিওয়াই থেকে রাতে ট্যাংক ওয়াগনগুলো তেল ভরার জন্য নেওয়ার পথে লাইনচ্যুত হয়। উদ্ধারকাজ চলমান রয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।