ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ওটির অক্সিজেন সিলিন্ডারের বিকট শব্দ, ক্লিনিকে আতঙ্ক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, জুন ২৭, ২০২৫
ওটির অক্সিজেন সিলিন্ডারের বিকট শব্দ, ক্লিনিকে আতঙ্ক ...

চট্টগ্রাম: নগরের লালখান বাজারের মমতা নগর মাতৃসদন ক্লিনিকের অপারেশন থিয়েটারের (ওটি) অক্সিজেন সিলিন্ডারের বিকট শব্দ ও ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় ওই ওটিতে কেউ ছিলেন না।

তবে পাশের ওটিতে অস্ত্রোপচার চলছিল।  

শুক্রবার (২৭ জুন) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় হাসপাতালের রোগীদের বের করে অ্যাম্বুল্যান্সযোগে অন্যত্র নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ওটির অক্সিজেন সিলিন্ডার লিক হয়ে বিস্ফোরণের বিকট শব্দ হয়। এ সময় হাসপাতালের কর্মীরা নিজস্ব পাঁচ-ছয়টি অগ্নিনির্বাপক সরঞ্জাম ও বালু ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। চিকিৎসক ও নার্সরা রোগীদের ভবনের নিচে নামিয়ে দেন। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।  

অক্সিজেন সিলিন্ডার থেকে দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বাংলানিউজকে জানান, অক্সিজেন সিলিন্ডারের বাল্ব লিকেজ হয়ে ওটিতে গ্যাস জমেছিল। এ সময় কোনো বৈদ্যুতিক সুইস হয়তো চালু ছিল। তাই স্পার্ক করে বিস্ফোরণের মতো হয়েছে। এ সময় হাসপাতালের কর্মীরা বেশ কিছু ড্রাই কেমিক্যাল পাউডার (ডিসিপি) ও বালু ছুড়েছে। তাই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনটি। বর্তমানে ভবনে ধোঁয়া, আগুন কিছু নেই। অন্যত্র সরিয়ে নেওয়ায় হাসপাতাল ভবনে কোনো রোগীও নেই। ভবনটি আতঙ্কমুক্ত রয়েছে।  

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে এ ঘটনায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।