ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএম’র চিন্তা ভাবনা নিয়ে জানতে চাইলেন সোনিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৪, ফেব্রুয়ারি ৫, ২০১৬
সিপিএম’র চিন্তা ভাবনা নিয়ে জানতে চাইলেন সোনিয়া সোনিয়া গান্ধী / ছবি: সংগৃহীত

কলকাতা: জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট জল্পনায় সিপিএম’র চিন্তা ভাবনা সম্পর্কে জানতে চেয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা আবদুল মান্নানের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে এসব কথা জানতে চান তিনি।



আবদুল মান্নান জানান, তার খবর অনুযায়ী সিপিএম’র পশ্চিমবঙ্গের নেতারা জোটে আগ্রহ প্রকাশ করেছে।

এসময় তিনি জোটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন সোনিয়া গান্ধীকে।

এদিকে জোটের বিষয়ে রাজ্য স্তরের নেতাদের আলোচনা হলেও কংগ্রেসে রাহুল গান্ধীর পর সোনিয়া গান্ধীর এই বৈঠক রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন ফেলেছে।

সংশ্লিষ্টরা ধারণা করছেন অল্প কয়েক দিনের মধ্যেই এই নিয়ে সিদ্ধান্ত জানাবে জাতীয় কংগ্রেস।

** জোটের পক্ষে রাহুলকে মত দিলেন কংগ্রেস নেতারা

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫ , ২০১৬
ভিএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।