ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

হাওড়ায় রূপা গাঙ্গুলী, মমতার প্রতিদ্বন্দ্বী দীপা দাশমুন্সি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, মার্চ ১৭, ২০১৬
হাওড়ায় রূপা গাঙ্গুলী, মমতার প্রতিদ্বন্দ্বী দীপা দাশমুন্সি

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে বৃহস্পতিবার (১৭ মার্চ)। তালিকা অনুযায়ী হাওড়া থেকে লড়বেন জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলী।

আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে লড়ছেন দীপা দাশমুন্সি।

নির্বাচনে রূপা গাঙ্গুলীর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছিলো আগে থেকেই। খুব কম সময়ের মধ্যে বিজেপির রাজ্য নেতৃত্বে লড়াকু নেত্রী হিসেবে উঠে এসেছেন রূপা।

শাসকদলের বিরোধী নেত্রী হিসেবে বিজেপির কর্মীদের কাছেও রূপা গাঙ্গুলী যথেষ্ট জনপ্রিয়।

অন্যদিকে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস তথা বাম–কংগ্রেস জোটের প্রার্থী হচ্ছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। যদিও এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের নাম শোনা গিয়েছিল।

দীপা দাশমুন্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচক হিসেবে পরিচিত। সোনিয়া গান্ধীর ইচ্ছেতেই দীপা দাশমুন্সি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন বলেও শোনা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।