ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

দাবদাহে পুড়ছে মধ্য-পশ্চিম ভারত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৪, মার্চ ৩০, ২০১৭
দাবদাহে পুড়ছে মধ্য-পশ্চিম ভারত দাবদাহে পুড়ছে মধ্য-পশ্চিম ভারত

কলকাতা: মার্চ না পেরুতেই তাপ প্রবাহ শুরু হয়েছে মধ্য ও পশ্চিম ভারতে। গ্রীষ্ম আসার ‍আগেই ভারতের গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানার দক্ষিণ অংশ ও উড়িষ্যার বেশ কিছু অংশে তাপমাত্রার পারদ উঠে গেছে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

মহারাষ্ট্রের ভিরা শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিন ‘লু’ হাওয়া বইবে মধ্য ও পশ্চিম ভারতে।

আগামী ১ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে।

বৃহস্পতিবার ( ৩০ মার্চ ) পশ্চিমবঙ্গের কাছে ঝাড়খণ্ডের ঘাটশিলায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। কলকাতা ও পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও যথেষ্ট গরম অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।   বাতাসে আদ্রতার পরিমাণ ছিলো ৪৬ শতাংশ। গরমের শুরুতেই তাপমাত্রা দ্রুত বাড়তে থাকায় ভারতের বিভিন্ন অংশে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

আগামী দিনগুলোতে তাপমাত্রা আরো বাড়বে বলে অনুমান করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসএস/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।