ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সাতক্ষীরায় উদ্ধার হলো ভারতীয় গবেষকের লাশ

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, অক্টোবর ৮, ২০১১
সাতক্ষীরায় উদ্ধার হলো ভারতীয় গবেষকের লাশ

কলকাতা: অবশেষে উদ্ধার হলো কলকাতার যাদবপুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজিক্যাল’-এর গবেষক সুজয় দাসের লাশ। শনিবার বাংলাদেশের সাতক্ষীরায় উদ্ধার হয়েছে সুজয়ের লাশ।

প্যান কার্ড দেখে লাশটি সনাক্তকরণ হয় বলে রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

এদিন সকালে বাংলাদেশের সাতক্ষীরায় জেলেদের জালে সুজয় দাসের লাশটি ওঠে আসে। এরপরই বিজিবি যোগাযোগ করে বিএসএফের সঙ্গে। পরে প্যান কার্ড দেখে সুজয় দাসের লাশ সনাক্তকরণ হয়। ইতিমধ্যেই দেহটি আনার জন্য রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার টাকির ইছামতী নদীতে দশমীর বিসর্জন দেখতে কলকাতা থেকে সপরিবারে যান সুজয় দাস। একটি ছোট নৌকা ভাড়া করেন তারা। নৌকায় মোট ছ’জন ছিলেন বলে জানা যায়। এই সময় বাংলাদেশের একটি বড় নৌকা (বজরা) ধাক্কা মারলে মুহূর্তে নৌকাটি ভেঙে যায়। বাকি পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও সুজয় দাস তলিয়ে যান নদীতে।

ভারতীয় সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।