ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

২৪ ঘণ্টার বনধ ডাকল কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, ডিসেম্বর ৫, ২০১১

আগরতলা (ত্রিপুরা): আগামী ১৩ ডিসেম্বর রাজ্যের উত্তর ও ধলাই জেলায় ২৪ ঘণ্টার বন্ধ ডাকল কংগ্রেস। কংগ্রেস দলের বিধায়ক বীরজিত সিনহা সাংবাদিক সন্মেলন করে এখবর জানান।



রোববার রাতে কৈলাসহরে সাংবাদ সম্মেলনে তিনি এ কথা করেন।

তিনি কংগ্রেস দলের নামে এই বনধ ডাকলেও প্রকৃতপক্ষে এটি তার নিজস্ব রাজনৈতিক কর্মসূচিই। তিনি জানিয়েছেন রাজ্যের বামফ্রন্ট সরকারের প্রতি অনাস্থা জানিয়ে তিনি এই কর্মসূচি নিয়েছেন।

তবে কংগ্রেস নেতা বীরজিত সিনহার ডাকা এই বনধে রাজ্য প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সায় আছে কিনা সে ব্যপারে তিনি কিছু জানান নি।

বীরজিত সিনহা জানিয়েছেন, ১২ তারিখ অর্থাৎ তার ডাকা বনধের আগের দিন, তার উদ্যোগে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে গনঅবস্থান কর্মসূচি পালন করা হবে। মুখ্যমন্ত্রী সোনামুড়ার ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন।

মূলত সব রাজনৈতিক নেতাই এখন ২০১৩ সালের প্রথম দিকে অনুষ্ঠিত বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে রাজনৈতিক কর্মসূচি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।