ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার হাসপাতালে আগুনে ত্রিপুরার ছাত্রের মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, ডিসেম্বর ৯, ২০১১
কলকাতার হাসপাতালে আগুনে ত্রিপুরার ছাত্রের মৃত্যু

আগরতলা (ত্রিপুরা):  দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় এএমআরআই হাসপাতালে আগুনে ত্রিপুরার এক ছাত্র মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

ওই ছাত্রের নাম নরেশ মগ বলে প্রাথিমকভাবে জানা গেছে।

তার বাড়ি দক্ষিণ ত্রিপুরার কলশী এলাকায়। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। গত কয়েকদিন আগে এক সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন। চিকিৎসার জন্য তাকে কলকাতার ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি ত্রিপুরার বাণিজ্য ও বন দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর নিকটাত্মীয়।

এছাড়া এই ঘটনায় ত্রিপুরার বেশ কয়েকজনের আহত হওয়‍ার খবর মিলেছে। তাদের অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ খবর জানিয়েছেন কলকাতার ত্রিপুরা ভবনের জয়েন্ট রেসিডেন্স কমিশনার আশুদেব দাস। তিনি বলেছেন, ত্রিপুরার অনেক রোগী ভর্তি ছিল ওই হাসপাতালে। ত্রিপুরার আরও রোগী এ ঘটনায় নিহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।