ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আমি মারা যাব, প্লিজ আমাকে বাঁচাও...

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, ডিসেম্বর ৯, ২০১১
আমি মারা যাব, প্লিজ আমাকে বাঁচাও...

কলকাতা: ‘আমি মারা যাব, প্লিজ আমাকে বাঁচাও’ সেলফোনের শেষ এই কথাটি শুনে ছিলেন মৃত মুনমুন দাসের(৩৬) স্বামী সমীর।

এমআরআই হাসপাতালের পুড়ে যাওয়া ভবনটির দিকে তাকিয়ে চোখের পানী মুছে বাংলানিউজকে বলছিলেন তিনি।

বাংলানিউজের সঙ্গে কথা বলার কিছুক্ষণ আগেই তার স্ত্রীর লাশ তিনি সনাক্ত করছেন।

তিনি বলেন, পায়ের অ্যাঙ্কেলের চোট নিয়ে সাত তলার অর্থপেডিক রুমে চিকিৎসাধীন ছিল মুনমুন। আমাকে গভীর রাতে ফোন করে জানায় হাসপাতালে আগুন লেগেছে। ধোঁয়ায় শ্বাস নিতে পারছে না। ঘরের মধ্যে ধোঁয়া ক্রমশই গ্রাস করে নিচ্ছে। আমি নিশ্বাস নিতে পারছি না। এর পরই তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

দুই সন্তানের পিতা সমীর দাস এখন কী করবেন তা জানেন না। বললেন, গভীর রাত থেকেই হাসপাতালটিতে আগুন লাগে। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ সময়মত কোনও ব্যবস্থাই নিতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘন্টা, ডিসেম্বর ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।