ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

মার্চ মাসে সাইফ-কারিনার বিয়ে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, জানুয়ারি ১৫, ২০১২

মুম্বাই: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী মার্চ মাসের শেষের নাগাদ বিয়ে করতে চলেছেন বলিউডের বহু চর্চিত সাইফ আলি খান ও কারিনা কাপুর। শনিবার রাতে জানিয়েছেন সাইফের বোন অভিনেত্রী সোহা আলি খান।



ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে এদিন তিনি বলেন, সাইফের আসন্ন ছবি ‘এজেন্ট বিনোদ’ এর মুক্তি পাওয়ার পর পরের সপ্তাহেই তারা বিয়ে করতে চলেছেন। সিদ্ধান্তটি দুই পরিবারেরর পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে দাবি সোহার।

শ্রীরাম রাঘবন পরিচারিত ‘এজেন্ট বিনোদ’ ছবিতে সাইফের বিপরীতে অভিনয় করছেন কারিনা। ছবিটি মার্চ মাসের ২৩ তারিখে মুক্তি পেতে চলেছে। ঠিক তার এক সপ্তাহ পরেই তারা বিয়ে করতে চলেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘন্টা, জানুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।