ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

চার দফা দাবিতে খুলনায় ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, সেপ্টেম্বর ৪, ২০২৩
চার দফা দাবিতে খুলনায় ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন

খুলনা: চার দফা দাবিতে দেশব্যাপী ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট উপলক্ষে খুলনা জেলার সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা সিভিল সার্জন অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা বলেন, অচিরেই ইন্টার্নশিপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনসহ চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ম্যাটস শিক্ষার্থীরা।

এর আগে ম্যাটস শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি খুলনা সদর হাসপাতাল থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে খুলনা সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ