ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

শিক্ষা

আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, মে ১৭, ২০২৫
আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি থাকা আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।


জানা গেছে, আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা পোস্টের সাংবাদিক মাহতাব হোসেন লিমন, বাংলা ট্রিবিউনের সুবর্ণ আস-সাইফ ও দৈনিক সংবাদের মেহেদী হাসানসহ ছয়জন। তাদের মধ্যে সুবর্ণ ও মেহেদীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জবি শাখা শিবির।

আহত শিক্ষার্থী ও সাংবাদিক মাহতাব হোসেন লিমন বাংলানিউজকে বলেন, ‘টিয়ার শেলের গ্যাসে আমার ফুসফুসে ইনফেকশন হয়েছে। মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে। এসময় অক্সিজেন নিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিয়মিত খোঁজ নিচ্ছে। ’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমাদের কয়েকজন শিক্ষার্থী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আমরা নিয়মিত খোঁজ নিচ্ছি এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি। ’

এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রিফাত হোসেন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল হোসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ.কে.এম. রাকিব, সাধারণ সম্পাদক রায়হান রাব্বীসহ বিভিন্ন ছাত্রনেতা।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।