ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

সিলেট এমসি কলেজের নতুন অধ্যক্ষ নিতাই চন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, মে ২৯, ২০১৪
সিলেট এমসি কলেজের নতুন অধ্যক্ষ নিতাই চন্দ্র

সিলেট: সিলেট এমসি কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। মঙ্গলবার থেকে (২৭ মে) তিনি নতুন দায়িত্বে যােগদান করেন।



অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ এর আগে সিলেট সরকারি টিচার টেনিং কলেজে অধ্যক্ষ হিসাবে নিযুক্ত ছিলেন।

তার আগে তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত এমসি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০১০ সালের নভেম্বর মাসে তিনি অধ্যক্ষ হিসাবে সিলেট সরকারি টিচারস টেনিং কলেজে যোগদান করেন। প্রফেসর নিতাই চন্দ্র চন্দের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

নতুন অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ যোগদান করার আগে গত ৫ মে দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকারকে অবসরে পাঠানো হয়। এরপর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।