ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

শিক্ষা

‘অধ্যাপক সিতারা পারভীন’ পুরস্কার পেল ঢাবির ১০ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, সেপ্টেম্বর ৮, ২০১৪
‘অধ্যাপক সিতারা পারভীন’ পুরস্কার পেল ঢাবির ১০ শিক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়:  ২০১৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করায় ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেল ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থী।

সোমবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ পুরষ্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।



পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. মাহফুজুর রহমান, মো. আসাদুজ্জামান, আমিনা খাতুন, মো. জাকারিয়া খান, ফেরদৌসি আরা, নুসরাত শারমিন, মো. রাশেদুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. ফজলে রাব্বি হায়দার এবং মো. ওয়াসেক উর রহমান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে  অনুষ্ঠানে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’দেন  বিভাগের অধ্যাপক মফিজুর রহমান।

প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক। শিক্ষাক্ষেত্রে তিনি যে অবদান রেখে গেছেন, জাতি তা কখনো ভুলবেনা।

তাঁর আদর্শ অনুসরণ করে আলোকিত সমাজ ও  জাতি গঠনে ভূমিকা রাখার জন্য তিনি পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, অধ্যাপক সিতারা পারভীন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী। তিনি ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।