ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

শিক্ষা

২৮ সেপ্টেম্বর থেকে জাবিতে ঈদ-পূজার ছুটি শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, সেপ্টেম্বর ২৩, ২০১৪
২৮ সেপ্টেম্বর থেকে জাবিতে ঈদ-পূজার ছুটি শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছুটি শুরু হচ্ছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন (আহমেদ সুমন) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, ঈদ‍ুল আজহা, দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে।

একই সঙ্গে প্রশাসনিক অফিস ২ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।