ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

শিক্ষা

বেরোবি খুলেছে, ক্লাস মঙ্গলবার থেকে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, অক্টোবর ১৩, ২০১৪
বেরোবি খুলেছে, ক্লাস মঙ্গলবার থেকে

রংপুর: দুর্গাপূজা, ঈদ-উল আযহার ছুটি শেষে সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খুলেছে। যথারীতি অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে।



অপরদিকে রোববার থেকে ছাত্রীদের আবাসিক হল খুলে দেওয়ায় ছাত্রীরা হলে ফিরতে শুরু করেছেন।   মঙ্গলবার থেকে যথারীতি একাডেমিক কার্যক্রম(ক্লাস) শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ঈদ ও পূজার ছুটি উপলক্ষে গত ১লা অক্টোবর থেকে ক্লাস ও ছাত্রীদের আবাসিক হল এবং ২ অক্টোবর থেকে অফিসসমূহ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।