ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

শিক্ষা

তাহিরপুরে বাউবির ৯ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, অক্টোবর ২৪, ২০১৪
তাহিরপুরে বাউবির ৯ পরীক্ষার্থী বহিষ্কার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন তাদের বহিষ্কার করেন।



ইউএনও ইকবাল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিক বহিষ্কৃত পরীক্ষার্থীদের নামপরিচয় পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তাহিরপুর কলেজে বাউবির অধীনে এইচএসসি পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়। পরীক্ষা চলাকালে ইউএনও ইকবাল হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে যান।

এ সময় পরীক্ষায় নকল করার দায়ে নয় পরীক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দেন ইউএনও।    

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।