ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

ভালো রেজাল্টে বাবা-মা খুশি আমিও খুশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, ডিসেম্বর ৩১, ২০১৭
ভালো রেজাল্টে বাবা-মা খুশি আমিও খুশি বাবা বাদশাহ শাহজাহান ও মা নাছিমা আক্তােরর সঙ্গে ইশরাত জাহান এশামনি

আমি প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এ প্লাস পেয়েছি। মা বাবাও অনেক খুশি, আমি খুব খুশি। সাংবাদিক বাবা বাদশাহ শাহজাহান ব্যস্ত থাকায় মা নাছিমা আক্তার আমার পড়া দেখাশোনা করেন। আমি ছবি আঁকতে ভালোবাসি। আমার পড়াশোনা ও ছবি আঁকার কাজে মা সব সময় উৎসাহ দেন।

আমার ফল প্রকাশ নিয়ে আমার থেকে মায়ের বেশি টেনশন ছিলো। আমার জিপিএ-৫ পাওয়ার পেছনে মায়ের অবদান অনেক বেশি।

স্কুলের শিক্ষকরা অনেক কষ্ট করেছেন। আমি আমার স্কুলে পিইসি পরীক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছি।

আমি বাবা-মাকে অনেক ভালোবাসি। তাদের আনন্দ দিয়ে আমার অনেক ভালো লাগছে। আমার আরও দুই বোন তারাও অনেক খুশি হয়েছে। আমি ইঞ্জিনিয়ার হতে চাই। ভালো মানুষ হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় ভালো রেজাল্ট করতে পারি।

আমি আল্লাহর কাছে, আমার এমন রেজাল্ট হওয়ায় শুকরিয়া আদায় করছি।

নীলফামারীর জলঢাকা উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিয়েছিরো ইশরাত জাহান এশামনি।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এমসি/জেআইএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ