ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

খুবির ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৮, নভেম্বর ১৯, ২০১৮
খুবির ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়।  

‘বি’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বরত ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষের কাছে হস্তান্তর করা হয়।

এর পরপরই তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য দেওয়া হয়।

ফলাফল প্রকাশের সময় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত, কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আব্দুল জব্বার এবং কমিটির সদস্য কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. শেখ মো. রজিকুল ইসলাম, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, ড. নিহার রঞ্জন সিংহ উপস্থিত ছিলেন।

গত ১৭ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা,  নভেম্বর ১৯, ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।