ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ব‌রিশালে ল’ পরীক্ষায় বহিষ্কার ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, ফেব্রুয়ারি ২২, ২০২০
ব‌রিশালে ল’ পরীক্ষায় বহিষ্কার ২৫

বরিশাল: বরিশালে ল’ (আইন) প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষায় বি এম কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শ‌নিবার (২২ ফেব্রুয়া‌রি) দুপুর দেড়টার দিকে ব‌রিশালের জেলা প্রশাসক এম এম অ‌জিয়র রহমান বাংলা‌নিউজকে ‌বিষয়‌টি নি‌শ্চিত করেছেন। বহিষ্কৃত পরীক্ষার্থীদের নাম জানা যায়নি।

অ‌জিয়র রহমান জানান, শনিবার ল’ প্রথমবর্ষের ফাইনাল পরীক্ষায় চুক্তি ও টর্ট আইন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হ‌চ্ছিল। বরিশাল সরকারি ব্রজমোহন (বি এম) কলেজ কে‌ন্দ্রে ‌বি‌ভিন্ন হ‌লে অনু‌ষ্ঠিত এ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ওই ২৫ জন পরীক্ষার্থীকে ব‌হিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।