ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

শিক্ষা

হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে পবিপ্রবি উপাচার্যকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জুলাই ১৪, ২০২০
হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে পবিপ্রবি উপাচার্যকে

ঢাকা: জ্বর ও কাশি নিয়ে অসুস্থ হয়ে যাওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে পটুয়াখালী থেকে তাদের ঢাকায় আনা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

জানা যায়, তিনি ও তার স্ত্রী বেশ কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছেন।

সোমবার (১৩ জুলাই) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য তারা নমুনা দিয়েছেন। এখনও ফলাফল পাওয়া যায়নি। তবে জ্বর ও কাশি বেড়ে যাওয়ায় তাদের ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।