ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

ইউল্যাবের ৬ষ্ঠ সমাবর্তন ২৯ নভেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, নভেম্বর ২১, ২০২১
ইউল্যাবের ৬ষ্ঠ সমাবর্তন ২৯ নভেম্বর

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার সমাবর্তন অনুষ্ঠান হবে ভার্চ্যুয়ালি।

রোববার (২১ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে ইউল্যাব কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবর্তন অনুষ্ঠান ইউল্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/ULABian) সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।