ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয় টিচার্স ইনডেক্স অ্যাপের উদ্বোধন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, নভেম্বর ২২, ২০২১
ইসলামী বিশ্ববিদ্যালয় টিচার্স ইনডেক্স অ্যাপের উদ্বোধন

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টিচার্স ইনডেক্স মোবাইল ফোন অ্যাপ্লিকেশন উদ্বোধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ অ্যাপের উদ্বোধন করেন।

মোবাইল ফোন নম্বর সম্বলিত এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সঙ্গে যোগাযোগ করা যাবে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য এ অ্যাপ উদ্বোধন করেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।