ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

শিক্ষা

সাউথ পয়েন্টের ৫ শিক্ষক বহিষ্কার, রাস্তায় শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, মার্চ ২, ২০২২
সাউথ পয়েন্টের ৫ শিক্ষক বহিষ্কার, রাস্তায় শিক্ষার্থীরা

ঢাকা: রাজধানীর বারিধারা এলাকার জে ব্লকে সাউথ পয়েন্ট স্কুলের পাঁচ শিক্ষককে বহিষ্কারের প্রতিবাদে সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এ প্রতিবাদ জহানায় তারা।

এসময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তবে স্কুলটি মূল সড়ক থেকে একটু ভেতরে হওয়ায় কোনো যানজটের সৃষ্টি হয়নি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্কুলের ৫ শিক্ষককে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ছোট ছোট শিশু শিক্ষার্থীরা স্কুলের বাইরে সড়কে এসে দাঁড়ায়। তবে মূল সড়কের এর কোনো প্রভাব নেই। যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।