ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

নড়াইলে চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, মে ১৩, ২০২৪
নড়াইলে চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

নড়াইল: আচরণবিধি ভঙ্গের দায়ে নড়াইল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়াকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মে) দুপুরে রূপগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাকে জরিমানা করেন নির্বাচনী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোস্টার এবং ওয়ার্ডে একের অধিক নির্বাচনী ক্যাম্প করায় এবং মোটর শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়াকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, আচরণবিধির লঙ্ঘনের ব্যাপারে আগে প্রার্থীদের সতর্ক করা হচ্ছে। তা না মানলে জরিমানার আওতায় আনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।