ভোটারের চেয়ে সাংবাদিকদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। সকাল থেকে নগরীর কালেকট্রয়েট স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, ফতেহপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে কোনোটিতেই ১০/১২ জনের লাইন পর্যন্ত দেখা যায়নি।

ভোটকেন্দ্র ফাঁকা, ছবি: বাংলানিউজ
দুপুর একটা পর্যন্ত এসব কেন্দ্রের ভোট পরিসংখ্যানে দেখা যায় ৫ থেকে ৭ শতাংশ ভোট পড়েছে। তবে, মজার বিষয় হলো কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির চেয়ে সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশি লক্ষণীয়। কেন্দ্রগুলোতে প্রায় ১০/১২ জন করে সাংবাদিক ঘোরাঘুরি করলেও ভোটের লাইনে বা কেন্দ্রের বাইরে তেমন উপস্থিতি নেই।এদিকে ভোট উপলক্ষে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এএটি