রোববার (১২ জানুয়ারি) উত্তরার রাজলক্ষ্মী এলাকায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন আতিক। এর আগে ও পরে আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, এ শহরের উন্নয়নের অগ্রযাত্রাকে এবার গন্তব্যে নেওয়ার পালা। সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে চাই। তাই আগামী ৩০ জানুয়ারি উন্নয়নের মার্কা নৌকায় ভোট দেন।
আখেরি মোনাজাতে অংশ নেন আতিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ
তিনি বলেন, সবাই মিলে আমাদের ঢাকা গড়ে তুলবো। নিরাপদ, বাসযোগ্য, নারীবান্ধব, আলোকিত নগরী আমরা গড়ে তুলতে চাই।
গণসংযোগের অংশ হিসেবে এলাকার বিভিন্ন দোকান ব্যবসায়ী, পথচারী, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন আতিক। কারও কারও সঙ্গে কোলাকুলিও করেন তিনি। বিতরণ করেন লিফলেট।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এসএইচএস/একে