ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

সিটি নির্বাচন শান্তিপূর্ণ হবে, প্রত্যাশা ডিকসনের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, জানুয়ারি ৩০, ২০২০
সিটি নির্বাচন শান্তিপূর্ণ হবে, প্রত্যাশা ডিকসনের

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বচান অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) যুক্তরাজ্য হাইকমিশনারের নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

যুক্তরাজ্যের হাইকমিশনার ব্রেক্সিট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তিনি ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের পরিস্থিতি তুলে ধরেন।

মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের সঙ্গে আমার মতবিনিময় হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আমরা প্রত্যাশা করছি। কোনো ধরনের নির্বাচনী সহিংসতা গণতন্ত্র চর্চার অংশ নয়।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।