ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

কুষ্টিয়ায় নৌকা-ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৭, ডিসেম্বর ১৯, ২০২০
কুষ্টিয়ায় নৌকা-ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

কুষ্টিয়া: দ্বিতীয় দফায় আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে কুষ্টিয়ার চারটি পৌরসভায় দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দল দু’টির সূত্রে এ তথ্য জানা যায়।

কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আনোয়ার আলী, মিরপুরে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র এনামুল হক মালিথা, ভেড়ামারায় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সামিমুল হক ছানা ও কুমারখালীতে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সামসুজ্জামান অরুণ।

অপরদিকে, বিএনপি থেকে কুষ্টিয়া পৌরসভায় মো. বশিরুল আলম চাঁদ, কুমারখালীতে আনিসুর রহমান, ভেড়ামারায় মো. শামিম রেজা ও মিরপুরে মো. আবজাল হোসেন ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন।
 
শুক্রবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী আওয়ামী লীগের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।

আর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। ভোট ১৬ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।