ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

বিনাভোটে জয়ী হতে চলেছেন আগা খান মিন্টু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, জুন ২৩, ২০২১
বিনাভোটে জয়ী হতে চলেছেন আগা খান মিন্টু

ঢাকা: ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল জানিয়েছেন, অন্য বৈধ তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তাই আগাা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

করোনা সংক্রমণের কারণ দেখিয়ে জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কেওয়াইএম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) আগা খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করার কথা রয়েছে।

আ’লীগের প্রয়াত নেতা আসলামুল হকের মৃত্যুতে এ আসনের উপনির্বাচন দেয় ইসি। আগামী ২৮ জুলাই ভোট হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ২৩, ২০২১
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।