ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

বিনোদন

প্রথমবার আনন্দমেলায় শাকিব খান, নাচলেন পূজা-দীঘিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, মে ৩১, ২০২৫
প্রথমবার আনন্দমেলায় শাকিব খান, নাচলেন পূজা-দীঘিরা

জমজমাট আয়োজনে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এবারের ঈদুল আজহার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনার।

বৈচিত্র্যময় এ আয়োজনে থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’কে নিয়ে জনপ্রিয় তিন তারকার তিনটি নৃত্য পরিবেশনা। ‘চাঁদের কন্যা চাঁদসুলতানা’ গানে নৃত্য পরিবেশন করেছেন আনিকা  কবির শখ, ‘নুরজাহান নুরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন সামিরা খান মাহি এবং ‘লায়লী তোমার এসেছে ফিরিয়া’ গানে নৃত্য পরিবেশন করেছেন মীম চৌধুরী। এছাড়াও কাজী নজরুলের আরেকটি গান ‘আমি পূরব দেশের পুরনারী’র সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন এই তিন তারকা।  

এ আয়োজনে থাকছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য। ‘ওহে শ্যাম, প্রেমের বাক্স, ও দয়াল’ গানের কোলাজে নেচেছেন পূজা চেরী এবং ‘মিলন হবে কতদিনে, নেশা লাগিল রে, সোহাগ চাঁদ বদনি’ গানের সঙ্গে নেচেছেন দীঘি।

‘আনন্দমেলা’র এবারের আয়োজনে রয়েছে আরো একটি বড় চমক। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের জনপ্রিয় গানটি। এছাড়াও থাকছে ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনা।

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে   প্রথমবারের মতো দেখা যাবে   আনন্দমেলায়। ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফমেন্সের পাশাপাশি তিনি আলাপচারিতায় মেতে উঠবেন নুসরাত ইমরোজ তিশার সঙ্গে।

ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে রয়েছে গেম শো। যেখানে অংশ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাব্বির আহমেদ, নারী   ক্রিকেট দলের ব্যাটসম্যান শারমিন   আক্তার সুপ্তা ও আর্ন্তজাতিক   পদকপ্রাপ্ত আর্চার বন্যা আক্তার।

রয়েছে গরুর হাট নিয়ে আবু হেনা রনির কৌতুক পর্ব। এছাড়াও ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ ও ‘টেলিফোন পর্ব’ নিয়ে চারটি মজার নাটিকা। যেখানে অংশগ্রহণ করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, সুভাশিষ ভৌমিক, শাহীন আলম,   এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী।

এছাড়াও দর্শকদের জন্য থাকছে বিশেষ পর্ব। সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদের প্রযোজনায় ঈদের এই বিশেষ ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।  

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।