ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

বিনোদন

শাকিবের তৃতীয় বিয়ের পাত্রী কি মিষ্টি জান্নাতই?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, জুন ২, ২০২৫
শাকিবের তৃতীয় বিয়ের পাত্রী কি মিষ্টি জান্নাতই? সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের সেলফি

ঢালিউডে মাঝেমধ্যেই তুমুল চর্চা চলে সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে। তবে গত বছরের মাঝামাঝি সময়ে এই চর্চা আরও ভারী হয়।

ওই সময় গণমাধ্যমের খবর, শাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার। তবে সেই পাত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। এরপরেই মূলত আলোচনার সূত্রপাত।  

ওই সময় অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে গিয়ে শাকিব খানের সঙ্গে নাম জুড়ে দেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। কারণ, ঢাকাই সিনেমার নায়িকাদের মাঝে তিনিই ডাক্তার। তবে ওই সময় মিষ্টি জান্নাত সরাসরি কিছু পরিষ্কার না করলেও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।  

তার ভাষ্য ছিল এমন- আমাকে অনেক সাংবাদিকই ফোন করছেন শাকিবকে বিয়ের ব্যাপারে। কিন্তু আমি এ বিষয়ে কিছুই বলিনি। কারণ, এটা এখন বলা যাবে না। গুঞ্জন আপাতত গুঞ্জনই থাক।

এখানেই বিষয়টি খোলাসা করা যেত।  রহস্য রেখেই তিনি আরও বলেন, আমি একজন অভিনেত্রী। সেই সঙ্গে ডাক্তারও। আমার সঙ্গে শাকিবের অনেক জানাশোনা। তাই অনেকেই ভাবছেন, শাকিবের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। কিন্তু আমি এটা বলতে চাই, বিবাহিত কাউকে আমি বিয়ে করব না। আবার ভালো লেগে গেলে করতেও পারি, কিছু বলা যায় না। এটা সময় বলবে।

একের পর এক রহস্য রেখেই কথা বলেছেন মিষ্টি জান্নাত। এবার সেই রহস্যের পালে হাওয়া দিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। এবার সামাজিকমাধ্যম ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তিনটি ছবি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। যেখানে দেখা যাচ্ছে, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। এখানে ছবিগুলো দেখে আলোচনা হতো না, কারণ সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতেই পারেন তারা।  

এবার আলোচনা শুরু ক্যাপশন নিয়ে। কারণ, সেখানে তিনটি ‘লাভ’ সাইন ও দুইবার ইংরেজি লাভ লেখা রয়েছে। এরপর থেকেই আলোচনা শুরু। ভক্তরা তিনটি লাভ সাইনের কারণে মনে করছেন শাকিবের জীবনে তৃতীয়জন প্রবেশ করেছে আর সেটা মিষ্টি জান্নাত। অনেকে কমেন্ট বক্সে বলেই ফেলেছেন, শাকিবের তিন নম্বর বউ! আবার অনেকেই শুভকামনাও জানিয়েছেন। তবে এ বিষয়ে কোনো উত্তর দেননি মিষ্টি জান্নাত। এখন দেখার অপেক্ষা পরবর্তীতে বিষয়টি নিয়ে কী ব্যাখ্যা দেন এই চিত্রনায়িকা।  

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে মিষ্টি জান্নাত শুরু করেন তার রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

এনএটি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Scratch over any ad to remove it