ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

জোভান-তমার ‘এ লাভ স্টোরি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, নভেম্বর ৩০, ২০১৮
জোভান-তমার ‘এ লাভ স্টোরি’ জোভান ও তমা

ঢাকার একটি কলোনিতে রাব্বি তার বাবা-মায়ের সঙ্গে থাকেন। ওই কলোনিতে নতুন আসেন এশা। ছোটবেলা থেকে কলোনির মাঠে ক্রিকেট খেলা ও আড্ডা দেয়া রাব্বির নিত্যদিনের কাজ।

পরিবারের সঙ্গে এশা যেদিন কলোনিতে আসেন, ওই দিনই তাকে দেখে ভালো লেগে যায় রাব্বির। এলাকার একটি মেয়ের মাধ্যমে এশার সাথে রাব্বি দেখা করতে চায়।

তারপর একদিন রাব্বি এশাদের বারান্দার সামনে গিয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকেন। এসময় এলাকায় তার কিছু বন্ধু গিয়ে বারান্দায় এশার দিকে তাকিয়ে থাকে।

রাব্বি তাদের বলে এশাকে সে পছন্দ করে। রাব্বি এশাকে খুশি করতে বাকিদের খেলার চ্যালেঞ্জ দেয়। ফুটবল খেলায় রাব্বির দল হেরে যায়। এভাবে এগিয়ে যেতে থাকে ‘এ লাভ স্টোরি’ নাটকের গল্প।

আর বি প্রিতমের রচনায় ও পরিচালনায় নাটকটিতে রাব্বির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও এশা চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা।

শনিবার (১ ডিসেম্বর) রাত ৮টায় আরটিভিতে একক নাটক ‘এ লাভ স্টোরি’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।