ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

দ্বিতীয় সিনেমা পরিচালনার ঘোষণা দিলেন শ্রেয়াস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, অক্টোবর ৩০, ২০১৯
দ্বিতীয় সিনেমা পরিচালনার ঘোষণা দিলেন শ্রেয়াস

২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ের। দুই ভাই সানি দেওল ও ববি দেওলকে নিয়ে নির্মিত সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়।

এবার দ্বিতীয়বারের মতো সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন শ্রেয়াস। এর নাম ‘সরকার কি সেবা ম্যায়’।

বাস্তব জীবনের একটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। ভারতের উত্তর প্রদেশের ছোট একটি শহরে এর শুটিং হওয়ার কথা রয়েছে।

শ্রেয়াস বলেন, ‘ছোট শহরের রাস্তায় সিনেমাটির শুটিং করা খুব চ্যালেঞ্জিং কাজ। তবে পর্দায় সত্যিকারের এই ঘটনা তুলে ধরতে অন্য কোথাও শুটিং করার সুযোগও নেই। ’

সিনেমাটিতে মেধাবী অভিনেতা সুধীর পাণ্ডে, টিভি অভিনেত্রী শ্রদ্ধা জয়সওয়াল, ব্রিজেন্দ্র কালাসহ অনেকে অভিনয় করছেন। এছাড়া এতে নতুন জুটি চেতনা পাণ্ডে ও নিখিল মেহতাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সাইশ ভেঞ্জার সলিউশন ও ওম সাই রাজের ব্যানারে ‘সরকার কি সেবা ম্যায়’ সিনেমাটি নির্মিত হবে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।