ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

ভারতে পাচারকালে চারটি মুখপোড়া হনুমান উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৫, অক্টোবর ২৬, ২০২৪
ভারতে পাচারকালে চারটি মুখপোড়া হনুমান উদ্ধার

ঢাকা: ভারতের উদ্দেশে পাচারকালে ঢাকার মিরপুরের শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী পাচারকারী আটকসহ ৪টি মুখপোড়া হনুমান এবং একটি গাড়ি জব্দ করেছে বন বিভাগ ও শাহআলী থানা।  

শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বন বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, মিরপুর ১ এর শাহআলী একালার মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে গোপন তথ্যের ভিত্তিতে একটি গাড়ি তল্লাশি করে দেখা যায়, গাড়ির পিছনের অংশে (ব্যাক ডালায়) ২টি প্লাস্টিকের বস্তায় এবং ১টি লোহার খাঁচায় চারটি মুখপোড়া হনুমান রয়েছে। গাড়ির ড্রাইভার আটক আসামি মো. নজরুলকে (৩৫)  উক্ত বন্যপ্রাণীর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর ও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

নজরুল জানায় সে এই হনুমান মো. হাদিস রহমান ওরফে নিরব (৩২) এর কাছ থেকে সংগ্রহ করে চুয়াডাঙ্গা জেলায় অজ্ঞাতনামা ১ ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল। তারা প্রায়সই এসকল বন্যপ্রাণী বান্দরবনের আলিকদম এলাকা হতে সংগ্রহ করে ভারতে পাঠিয়ে থাকেন বলেও জানায়।

নজরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে মিরপুর শাহআলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

হাদিস রহমানের বিরুদ্ধে ইতোপূর্বে ও একাধিক বনপ্রাণী পাচারের মামলা রয়েছে বলে বন অধিদপ্তর নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
আরকেআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।