ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফিচার

এই পথ যেন না শেষ হয়!-১

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৮, নভেম্বর ২৬, ২০১৪
এই পথ যেন না শেষ হয়!-১

ঢাকা: না, আজ গান নয়, পথের কথাই বলবো। পথ চিনে যদি পথে নামতে পারেন, তবেই এ পথের দেখা পাবেন।

সে পথ সুন্দরের, সে পথ মুগ্ধতার। সে পথে হাঁটলে শুধু চাইবেন, এ পথ যেন কোনোদিন শেষ না হয়!

কোনো পথ পাহাড়ের শরীর বেয়ে সর্পিল সাপের মতো আঁকাবাঁকা। কোনোটি মিশেছে বরফ, নদী বা সবুজের শ্যামলিমায়। কখনো ছুঁয়ে যাবে মেঘ, কখনো ফুরফুরে উষ্ণ হাওয়া।

বলতে পারেন, কোথায় সেসব পথ? উত্তর, পৃথিবীতেই। আবারও বলতে পারেন, পৃথিবীর কোথায়? এবার উত্তর হবে, সেটা জানাতেই তো এ আয়োজন!

প্রথম পর্বের আয়োজনে থাকছে সেইসব অনিন্দ্যসুন্দর ১০টি পথের খোঁজ। আপাতত ছবিতে দেখে নিন। কোনো দিন সময়-সুযোগ করে বেরিয়ে পড়বেন!

undefined


ট্রান্সফাগারাসান, রোমানিয়া

undefined


দ্য রোড টু ফিৎজরয়, অস্ট্রেলিয়া

undefined


ট্রলস্টিজেন, নরওয়ে

undefined


দ্য রোড টু দ্য কানাডিয়ান রকিজ

undefined


রোড টু এল শালতেন, আর্জেন্টিনা

undefined


চ্যাপম্যান’স পিক, সাউথ আফ্রিকা

undefined


জ্যাসপার ন্যাশনাল পার্ক, আলবের্তা, কানাডা

undefined


কারাকোরাম হাইওয়ে (পাকিস্তান)

undefined


ফুরকা ‍অ্যান্ড গ্রিমসেল পাস, সুইজারল্যান্ড

undefined


আটলান্টিক রোড, নরওয়ে


বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।