ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

বন্যায় স্থগিত রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, নভেম্বর ১, ২০২৪
বন্যায় স্থগিত রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ সংগৃহীত ছবি

অতি ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় ডুবেছে স্পেন। এখন পর্যন্ত ১৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া নিখোঁজ হয়েছেন আরও অনেকে। অসংখ্য ঘরবাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বন্যার প্রভাব এবার ফুটবলেও পড়েছে।  

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ। এই প্রদেশের ক্লাব ভ্যালেন্সিয়া এফসির বিপক্ষে আগামীকাল লা লিগার ম্যাচ খেলার কথা ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু ম্যাচটি স্থগিত করা হয়েছে। বন্যার কারণে স্থগিত করা হয়েছে ভিয়ারিয়াল-রায়ো ভায়োকানো ম্যাচও। এছাড়া প্রদেশের সাতটি কাপ প্রতিযোগিতাও বাতিল করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এর মধ্যে ছয়টি ম্যাচই কোপা দেল রের। এ ম্যাচগুলোর সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়াকে বন্যার্তদের সাহায্যের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তহবিল সংগ্রহের কাজে ব্যবহার করা হচ্ছে এই মাঠ। বন্যার্তদের জন্য সাহায্য করতে রেড ক্রসের জন্য তহবিল গঠন করছে লা লিগা ও এর অধিভুক্ত ক্লাবগুলো। এ সপ্তাহে ম্যাচ চলাকালীন সম্প্রচারকদের মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। রিয়াল মাদ্রিদ এরইমধ্যে রেড ক্রসের মাধ্যমে এক মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।