ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

৭ গোল দিয়ে নেশনস লিগে সবচেয়ে বড় জয় জার্মানির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, নভেম্বর ১৭, ২০২৪
৭ গোল দিয়ে নেশনস লিগে সবচেয়ে বড় জয় জার্মানির

কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করে রাখায় চিন্তার কোনো কারণ ছিল না। নির্ভার জার্মানির কতটা ভয়ঙ্কর হতে পারে, তা এবার টের পেল বসনিয়া এন্ড হার্জেগোভিনা।

 

ঘরের মাঠ ইউরোপা-পার্ক স্টাদিওনে ৭-০ গোলের জয় পায় জার্মানি। উয়েফা নেশনস লিগের ইতিহাসে যা সবচেয়ে বড় জয়ের রেকর্ড। জোড়া গোল করেন টিম ক্লাইনডিন্সট ও ফ্লোরিয়ান ভাইর্টজ।

দ্বিতীয় মিনিটে গোলের শুরুটা হয় জামাল মুসিয়ালার মাধ্যমে। অধিনায়ক ইয়োশুয়া কিমিখের জোগান দেওয়া বলে হেড দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এরপর প্রথমার্ধে আরও দুটি গোল এনে দেন ক্লাইনডিন্সট ও কাই হাভার্টজ।

বিরতি শেষে ৫০ মিনিটে ফ্রি-কিক থেকে চতুর্থ গোলটি করেন ভাইর্টজ। সাত মিনিট পর দ্বিতীয়বার স্কোরশিটে নাম লেখান তিনি। ম্যাচের স্কোরলাইন ৬-০ হয় ৬৬ মিনিটে লেরয় সানের গোলে। আর ক্লেইনডিয়েনস্ট ৭-০ করেন ৭৯তম মিনিটে।

ম্যাচশেষে জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান বলেন, ‘ম্যাচে আমাদের কেউ চোটে পড়েনি। আমাদের প্রতি আক্রমণও ছিল অসাধারণ মানের। আর রক্ষণে পড়ে থাকে এমন দলের বিপক্ষের ৭ গোলও বলার মতো অর্জন। ’

এক ম্যাচ বাকি থাকলেও এ৩ গ্রুপে জার্মানির শীর্ষে থাকা নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে তারা। পাঁচ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়:
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।