ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

লিভারপুল ছাড়লেন আরনল্ড, যোগ দিচ্ছেন রিয়ালে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, মে ৫, ২০২৫
লিভারপুল ছাড়লেন আরনল্ড, যোগ দিচ্ছেন রিয়ালে  ছবি: সংগৃহীত

লম্বা সময় পর ইংলিশ প্রিমিয়ার লিগের মুকুট পুনরুদ্ধার করেছে লিভারপুল। এমন ভালো সময়ের মধ্যেও খারাপ সংবাদ শুনতে হচ্ছে তাদের।

দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড। আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি।  

এক ভিডিও বার্তায় লিভারপুল ছাড়ার ঘোষণা দেন আরনল্ড। ৬ বছর বয়সে এই ক্লাবে পাড়ি জমান তিনি। একাডেমি থেকে মূল দলে যোগ দেওয়ার পর হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ সদস্য। এক যুগেরও বেশি সময় ধরে অল রেডসদের সঙ্গে থাকা এই ডিফেন্ডার আজ অনেকটা আবেগী হয়ে ওঠেন বিদায়ের কথা বলতে গিয়ে।  

ক্লাবে শৈশবের স্মৃতিগুলো রোমন্থন করে তিনি। বলেন, ‘লিভারপুলের হয়ে ২০ বছর পর এখন সময় এসেছে বিদায় বলার। মৌসুম শেষেই তাই ক্লাব ছাড়ছি। আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটি। এই ক্লাব আমার পুরো জীবন, আমার পৃথিবী। ’

সবাইকে ধন্যবাদ জানিয়ে আরনল্ড বলেন, ‘একাডেমি থেকে শুরু করে এখন পর্যন্ত যারা ভেতর বা বাহির থেকে আমাকে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন তা সারাজীবন মনে রাখব। চিরদিনের জন্য আপনাদের কাছে আমি ঋণী। এর বাইরে আর কিছু জানি না। নতুন চ্যালেঞ্জ নেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত আমার। নিজের আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে পেশাগত ও ব্যক্তিগত লক্ষ্য পূরণের সময় এখন। ’

লিভারপুলের রক্ষণভাগের এই গুরুত্বপূর্ণ তারকা জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি প্রিমিয়ার লিগসহ ৮টি শিরোপা।  

আরনল্ডের পরবর্তী গন্তব্য ধরা হচ্ছে রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি জানান রিয়াল কাগজপত্র তৈরি করছে চুক্তি সম্পন্ন করার জন্য।  

এদিকে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন বলছে, আরনল্ডকে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে লিভারপুল। ডিফেন্ডার হিসেবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক অফার করা হয়েছে তাকে। কিন্তু আরনল্ড রাজি হননি। রিয়ালকেই তিনি গন্তব্য হিসেবে ধরে নিয়েছেন। বাকিটা জানা যাবে চূড়ান্ত ঘোষণা এলেই।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।