ঢাকা: উরুগুয়ের লুইস সুয়ারেজের ‘কামড়’ কাহিনী অনেকটা ঢাকা পড়েছে ফিফার নিষেধাজ্ঞার কয়েকদিন পরেই। তবে ফুটবল পাগলদের মন থেকে একবারেই চলে যায়নি এই ঘটনা।
ইতালির গিরগিও চিয়েল্লিনিকে কামড়ে দিয়ে ফুটবল বিশ্বকে এক নতুন বিনোদন দিয়েছিলেন সুয়ারেজ। ইতালি-উরুগুয়ে ম্যাচে ঘটেছিল এ ঘটনা। এজন্য নয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সুয়ারেজ। চার মাস সব ধরনের খেলা থেকে বিরত থাকতে হবে তাকে।
undefined
আর এ ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু ফুটবল প্রেমীরা তাদের শরীরে কামড়ের ট্যাটু আঁকছেন। শরীরে দাঁতের কামড়ের দাগ সম্বলিত আঁকা ট্যাটুতে লেখা রয়েছে ‘সুয়ারেজ আগেও ছিল’।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ৬ জুলাই ২০১৪