ঢাকা: সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপের একেক সময়ে তার টুইট আলোচনা সম্ভাবনার ঝড় তুললেও এবার সেই টুইটই ডুবাতে বসেছে পপ তারকা রিহান্না ও চ্যাম্পিয়ন জার্মান দলের খেলোয়াড়দের।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি মেইল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ফিফার ফুটবল বিশ্বকাপ-২০১৪ ট্রফি ছুঁয়ে নিয়ম ভঙ্গ করেছেন বারবাডোজের এই তারকা!
undefined
যেখানে ফিফার আইন অনুযায়ী বিজয়ী দল ও সে দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া আর কেউ এই ট্রফি ছুঁতে পারবেন না সেখানে রিহান্না শুধু এ ট্রফি ছুঁয়েই ক্ষান্ত দেন নি, চুমুও দিয়েছেন তাতে!!
আর, তার প্রমাণ কিন্তু অন্য কেউ দেয়নি ফিফার কাছে।

undefined
এখানেই শেষ নয়। জয়ের উত্তেজনা আর আনন্দে নিয়ম ভুলে গিয়েছিলেন জার্মান ফুটবলাররাও। বিশ্বকাপ জয়ের আনন্দ-অনুষ্ঠানের প্রায় প্রতিটি ছবিতেই দেখা গেছে ট্রফির সঙ্গে রিহান্নাও আছেন তাদের বাহুডোরে।

undefined
এরপরই ‘ট্রফি ছুঁয়েছি, ট্রফি ধরেছি, চুমু দিয়েছি। এমনকি ছবিও তুলেছি। ’ টুইট প্রকাশের জেরে গণমাধ্যমে খবর বের হয় ফিফার আইন ভাঙায় শাস্তির মুখোমুখি হতে পারেন জনপ্রিয় এই পপ তারকা ও জার্মান ফুটবলাররা।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪